রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামীলীগের উদ্দেগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেছে। আর এ সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি সহ ভাস্কর্য ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পঞ্চবটিস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল।
এদিকে আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, এম সাইফউল্লাহ বাদল ও শওকত আলীর নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের করে বিভিন্ন এলাকায় পদক্ষিণ করে ফতুল্লা লঞ্চঘাট হয়ে মিছিলটি পূনরায় পঞ্চবটি এসে শেষ করে। মিছিলটিতে নেতাকর্মীর বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে রাজপথ উত্তাল করে তোলে।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল বলেন, অন্যায়ের কাছে নারায়ণগঞ্জবাসী যেমন মাথানত করেন না তেমনি আমাদের সকলের নেতা শামীম ওসমানও অন্যায়ের কাছে মাথানত করে না। আমরা শামীম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই স্পষ্ট ভাবে বলতে চাই বঙ্গবন্ধুকে কটুক্তি করার চেষ্টা করলে শামীম ওসমানের সৈনিকেরা কাউকে ছাড় দিবে না। শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি সহ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরকারীদের প্রতিহত করার জন্য রাজপথে নামবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অপরাধে শাস্তির জন্য আইন পাশ করার আহবান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, থানা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শহিদুল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান স্বপন, ওয়ালি মাহামুদ, এইচ এম ইসহাক, মোমেন শিকদার, জাহেদুল হক খোকন, আবুল হোসেন প্রধান. জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: বাবুল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান প্রধান, আলাউদ্দিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মহিইদ্দন রতন, মোস্তফা কামাল, সালাউদ্দিন প্রমুখ।
Leave a Reply