রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে বাংলার মাটিতে তাদের বিচার হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পেছনে ষড়যন্ত্র করে যারা কলকাঠি নেড়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতায় পরিণিত করার জন্য সাংবাদিকদের একটি বিশেষ ভুমিকা ছিলো। ইত্তেফাকের প্রতিষ্টাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়াসহ অনেই সাংবাদিকের অবদান ছিলো। তিনি নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরে প্রশাসনকে সহায়তা করার আহবান জানান।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, সাবেক সভাপতি খন্দকার শাহআলম। এছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজে’র কেন্দ্রীয় কমিটির কার্যানির্বাহী সদস্য আনিসুর রহমান জুয়েল, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ইমামুল হাসান স্বপন, যুগ্ম সম্পাদক শওকত এ সৈকত, অর্থ সম্পাদক প্রবণ কৃষ্ণ রায়,নিবার্হী কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, আহসান সাদিক শাওন প্রমুখ।
Leave a Reply