September 27, 2023, 7:49 am
নারায়ণগঞ্জের খবরঃ আরো একটি হত্যার চেস্টার মামলায় ফতুল্লার নব্য গডফাদার বরিশাইল্লা টিপুর বিরূদ্বে গ্রেফতারী পরোয়ানা জারী করলো আদালত। ফতুল্লা থানায় ২০১৮ সালে আমেনা খাতুনের দায়ের করা একটি মামলায় বৃহঃস্পতি বার (২৩/১/২০২০ইং) বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত মামলার প্রধান আসামী বরিশাইল্লা টিপু সহ তার দুই ভাগীনা ফেন্সি রাজিব ও ডাকাত রেহানের বিরূদ্বে গ্রেফতারী পরোয়ানা জারী করে। এর আগে ছাত্রলীগ নেতা মুন্নাকে এসিড দিয়ে ও কুপিয়ে হত্যা করার চেস্টার ঘটনায় ফতুল্লা থানায় গত বছরের নভেম্বর মাসের ১১ তারিখে মোঃ শাওনের দায়ের করা মামলায় নারায়নগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালত বরিশাইল্লা টিপুর বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
২০১৮ সালের ১০ জানুয়ারী জয়নগর ও দিপ্তি ডাইংয়ের মধ্যে অবস্থিত সরকারী রাস্তাটি দীর্ঘ ২ বছর ধরে বন্ধ করে দিয়ে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা করেন দিপ্তি ডাইংয়ের মালিক রফিকুল ইসলাম টিপু। এ নিয়ে এলাকাবাসী একাধিক বার প্রতিবাদ জানালেও টিপু প্রতিবাদকারীদের নানা ভাবে ভয়ভিতি দেখিয়ে আসছিলো। ওই বছরের ৮ জানুয়ারী এলাকারা দেলোয়ার হোসেন রাস্তা বন্ধ রাখার প্রতিবাদ জানালে নব্য গডফাদার টিপু তার ভাই সাপ্পু, ভাগ্নে রায়হান,রাজিবসহ বেশ কিছু ভাড়াটে সন্ত্রাসী দেলোয়ারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। দেলোয়ারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
Leave a Reply