বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: ৩জুন মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ এক বিবৃতিতে বলেন, বাজেটে স্বাস্থ্যখাত নিয়ে নির্মম তামাশা জাতিকে হতভম্ব করেছে। দক্ষিণ এশিয়াতেই স্বাস্থ্যখাতে মাথাপিছু মালদ্বীপ ব্যয় করে ২০০০ডলার, শ্রীলংকার ৩৬৯,ভারত ২৬৭,পাকিস্তান ১২৯ আর বাংলাদেশ করে মাত্র ৮৮ ডলার।জিডিপির তুলনায় স্বাস্থ্যখাতে কম ব্যয় করে যথাক্রমে মোনাকো, পাপুয়া নিউগিনি ও ব্রুনাই।
বাংলাদেশ এই তিনটিরও পিছনে।মহাকাশ থেকে মহাসমুদ্র কত কিছু তারা জয় করেছে বলে বিলবোর্ডে দেখি। কিন্তু এই এক যুগেও তারা স্বাস্থ্য সেবার মতো মৌলিক খাতকে সমৃদ্ধ করতে পারেনি এবং সেটা সংসদে প্রকাশ্যে ঘোষণাও দেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা।তিনি উচ্চাভিলাষী বাজেট প্রত্যাহার করে সাধারণ মানুষের কল্যাণে নতুন বাজেট ঘোষণার দাবি জানান।
Leave a Reply