বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার দুপুরে ফতুল্লা থানা আওয়ামীলীগ এর নবনির্বাচিত সভাপতি এম সাইফউল্লাহ বাদল,সাধারনসম্পাদক শওকত আলীকে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ মোবারক হোসেনের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু পরিষদ ফতুল্লা থানা সাধারন সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্রলীগনেতা ইমরান হোসেন শুভ, সামিউন সিনহা, সাওন, আওয়ামীলীগ নেতা হারুন মোল্লা, আক্তার মোল্লা,পান্না,মাসুদ,আলম, নুহিন,কিরন, যুবলীগনেতা মিন্টু প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর ৭ ডিসেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দিনব্যাপী কর্মসূচি পালনের মাধ্যমে সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে পূর্বের কমিটির সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলীকে পুনরায় নির্বাচিত ঘোষনা করা হয়। সম্মেলনে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সম্মেলনের কাউন্সিলররা পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করার ফলে তারাই পুনরায় নির্বাচিত হন।
Leave a Reply