June 1, 2023, 6:45 am
নারায়ণগঞ্জের খবর: বাবা সমির উদ্দিন সুনু মেম্বার ছিলেন ফতুল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য। হঠাৎ করেই বাবা সমির উদ্দিন সুনুর মৃত্যুর পর ২নং ওয়ার্ডের হাল ধরেন বড় ছেলে রাশেদুল ইসলাম রাসেল।। ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেন।
বাবার শূণ্য জায়গায় অবস্থান নিয়ে বাবার স্বপ্ন পূরণে দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ২নং ওয়র্ডের ভারপ্রাপ্ত মেম্বার হিসেবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের পাদুর্ভাব শুরু থেকেই কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সরকারী খাদ্য সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত তহবিল থেকে মানুষকে সহযোগীতা অব্যাহত রেখেছেন।
রাসেলের পাশাপাশি ছোট ভাই সাইফুলও সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর সেবায় কাজ করে যাচ্ছে পুরো বন্ধুমহল নিয়ে। শুধু ২নং ওয়র্ডেই নয়, ৩নং ওয়ার্ডেও কাজ করছে মরহুম সমির উদ্দিন সুনু মেম্বারের দুই ছেলে।
এ ব্যাপারে রাসেল জানায়, আমার বাবা ফতুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। বাবার পথ ধরে আমিও মানুষের সেবায় নিয়োজিত রেখেছি। যতোদিন আল্লাহ্ চাইবে, আমি মানুষের সেবা করে যাবো।
Leave a Reply