রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- সাব্বির হোসেন(১৮) ও মো. তুহিন (২০)। রবিবার (৩১ মার্চ) রাত ১২টায় খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহত সাব্বির ও তুহিনসহ ছয় বন্ধু কামরাঙ্গীরচর এলাকা থেকে রবিবার ৪টার সময় নৌকায় করে বুড়িগঙ্গা নদীতে ঘুরতে আসে। তারা একপর্যায়ে খোলামোড় খেয়াঘাটের কাছাকাছি আসলে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।এতে অপর চার বন্ধু সাঁতরিয়ে পাড়ে উঠলেও সাব্বির ও তুহিন পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
কোনও অভিযোগ না থাকায় নিহতদের লাশ রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত সাব্বির হোসেনের বাবার নাম মো. শহিদুল ইসলাম। তার বাসা রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর গ্রামে। অপরদিকে নিহত তুহিনের বাবার নাম মো. আফজাল হোসেন। তার বাড়ি শরিয়তপুর জেলার ডামুঢ্যা থানার জায়ল গ্রামে। সে কামরাঙ্গীরচরের রসুলপুর গ্রামে রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতো।
Leave a Reply