September 26, 2023, 5:58 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লায় প্যারাডাইজ ক্যাবলের চার শতাধীক শ্রমিক ৫ মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এ বিক্ষোভ করেন।
শ্রমিকদের নেতৃত্ব দেয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়াকার্স জেলা কমিটির সাধারন সম্পাদক রাজু জানান, কুতুবআইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলে নারী পুরুষ মিলিয়ে চারশত শ্রমিক চলতি মাসসহ ৫ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। এ বিষয়ে মালিক পক্ষ নানাভাবে সময় ক্ষেপণ করে বেতন দিচ্ছে না। এতে বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দ্রুত বেতন ভাতা পরিশোধ না করলে আরো কঠোর আন্দোলন করা হবে।
শ্রমিকরা আরও জানান, বকেয়া বেতনের জন্য মালিকপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। পরে শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করা হয়। শ্রমিক নেতা পলাশ কারখানার মালিকের সঙ্গে প্রথমে যোগাযোগ করলেও কোনো সুরাহ করতে পারেনি। একপর্যায়ে শ্রমিক নেতা পলাশও আমাদের নিরীহ শ্রমিকদের সঙ্গে টালবাহানা শুরু করতে থাকে। প্রতিষ্ঠানের মালিক অনেক ক্ষমতাধর যার কারণে শ্রমিকদের বকেয়া বেতন আটকে রেখেও সময় পার করছে। এমনকি মালিকপক্ষ কাউকে কোনো তোয়াক্কা না করে তাদের মনগড়া আচরণ করে শ্রমিকদের পেটে লাথি দিয়ে চলছে। আমরা আমাদের পাওনা টাকার জন্য পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েছি। বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করে কোনো সুরাহ না পাওয়ায় পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে রাস্তা নামতে বাধ্য হয়েছি। মালিকপক্ষ শ্রমিকদের পাওনা না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শ্রমিকদের বু্ঝেিয় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে যতক্ষণ সময় সড়ক অবরোধ ছিলো তাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করেছে।
Leave a Reply