December 1, 2023, 12:59 am
নারায়ণগঞ্জের খবর: ফতুল্লার তল্লায় বিস্ফোরণে ২৮জনের মৃত্যুর ঘটনাস্থল ওই মসজিদের পাশে গ্যাস লাইনে ২টি লিকেজ পেয়েছে তিতাস।মসজিদের চার পাশে খনন করে এখন আগুনের উৎস বের করার চেষ্টা করছে সংস্থাটি।
আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আব্দুল ওহাব তালুকদার এ কথা জানিয়েছেন।
আব্দুল ওহাব বলেন, ‘গ্যাস পাইপ খনন করে দুইটি লিকেজ পাওয়া গেছে। এখন মসজিদের চার পাশে খনন করে দেখবো, কীভাবে পাইপ লিকেজ হয়ে মসজিদে গ্যাস জমা হলো। এর উৎস বের করতেই মসজিদের চারপাশ খুড়ে গ্যাসের পাইপ লিকেজ পরীক্ষা করা হবে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।’
প্রসঙ্গত, ঘটনার তদন্তে তিতাসসহ পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিতাস তদন্ত শুরু করলে গত ৭ তারিখ প্রথম দিন বাইতুস সালাত মসজিদের পূর্ব-দক্ষিণ ও উত্তরের সড়কে মাটি খুড়ে গ্যাস পাইপের লিকেজ চিহ্নিত করার কাজ শুরু করে। আজ দ্বিতীয় দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি খুড়ার কাজ চালিয়ে তিতাসের তদন্ত কমিটির বিশেষজ্ঞরা পরীক্ষা চালিয়েছে। আগামীকালও এ কাজ চলবে বলে তদন্ত কমিটি জানিয়েছে।
গত ৪ নভেম্বর এশার নামাজের পর নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে ৪২ জন আহত হন। এর মধ্যে ঢাকা শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৭ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply