সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ মাদক আমাদের সমাজকে খেয়ে ফেলছে মন্তব্য করে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, মাদক আমাদের সন্তানদের নষ্ট করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর শেখ রাসেল পার্কে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস এর উদ্যোগে প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে জাতি যতো বেশী শিক্ষিত সে জাতি ততো বেশী উন্নত। আর তাই শেখ হাসিনা প্রতিবছর কোটি কোটি টাকা ব্যায় করছেন শিক্ষার্থীদের জন্য। তিনি বলেন, মর্গ্যান স্কুল এন্ড কলেজের কোন শিক্ষার্থী যদি উত্যক্ত হয় তাহলে সেটি আমাদের জন্য লজ্জা। তাই এ সংগঠনকে কাজ করতে হবে। যেন এখানে এরকম কোন ঘটনা না ঘটে। কারণ এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনারের সঞ্চালয়নায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক, জি এম আরাফাত, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক সাব্বির আলম সাগর, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি সাইদুর রহমান হাইয়্যল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ নয়ন, সাংগঠনিক সম্পাদক জি এম কুদরত উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ মামুন, প্রচার সম্পাদক এ এ এম রিশাত, কোষাধ্যক্ষ নুরুল হুদা মহব্বত, সাংস্কৃতিক আওলাদ হোসেন চাও, ক্রীড়া সম্পাদক শরীফুর রহমান সজীব প্রমুখ।
Leave a Reply