মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ ফতুল্লা থানা যুবদল নেতা হালিম আজাদ বলেছেন, মাদক সমাজকে ধংস করে দেয়। একটি পরিবার এবং একটি সমাজ ধংস করতে মাদকই যথেষ্ট। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এরা সমাজের শত্রু। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনেক সময় মাদক ব্যবসায়ীদের নিয়ে কিছু সংবাদ প্রকাশ হয়, এখানেও কিছু নিরিহ মানুষকে জড়িয়ে দেয়া হয় যা অনেকটা দুঃখজনক। যুবদল নেতা হালিম আজাদ বলেন সম্প্রতি একটি সংবাদে আমাকেও মাদক ব্যবসায়ী হিসেবে অখ্যায়িত করা হয়েছে। আমি মাদকের সঙ্গে জড়িত ছিলাম না। যারা মাদকের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এটা আমার প্রত্যাশা। এছাড়া আমি নিজেও যদি মাদকের সঙ্গে জড়িত থাকি তা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিবেন।
Leave a Reply