June 9, 2023, 3:48 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেছেন, মাদক ব্যবসায়ীরা হচ্ছে এই সমাজের জন্য ক্ষতিকারক। সমাজকে ভালো রাখতে হলে এই সমাজকে মাদক মুক্ত করতে হবে। আর এই কাজগুলো করতে হলে সমাজের ভালো মানুষের সহযোগীতা প্রয়োজন। শনিবার দুপুরে স্টেশন রোড়ের হক স্টিল এলাকায় ফতুল্লা ব্লাড ডোনার্স আয়োজিত রক্তের গ্রুপ নির্নয় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আসলাম হোসেন বলেন, আমরা সোর্সদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। মন্দ মানুষ আমাদের সোর্স হতে পারেনা। আমি ভালো মানুষের কাছ থেকে সমাজের অপরাধের খবর নিয়ে এই সমাজকে অপরাধ মুক্ত করবো। মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ফতুল্লাকে মাদক মুক্ত করবো। মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীদের সাথে আমরা কোন আপোষ করবো না। আসলাম হোসেন বলেন, মানুষের মাঝে বেচেঁ থাকতে হলে ভালো কাজ করতে হবে। মৃত্যুর পর মানুষ ভালো কাজগুলোকেই মনে রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক য়িাজ মোঃ মাসুম, আবদুল আলিম লিটন,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুজন,মনির হোসেন, সাইফুল ইসলাম খোকন প্রধান, শিশির, সমাজ সেবক আলহাজ¦ লাল মিয়া, হাসান আলী প্রধান, আব্দুর রব, মুসলিম আহমেদ, সংগঠনের আহবায়ক আশরাফুল ইসলাম তৌকির, মোঃ রাব্বি, সাগর সিদ্দিকী, মাসুম,হৃদয় প্রমুখ।
Leave a Reply