বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানসহ আট আসামির বিরুদ্ধে গুলশান থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে তিন জন উত্তর কোরিয়ার নাগরিক। এছাড়া সেলিম প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে র্যাব-১-এর এক কর্মকর্তা মামলা দুটি করেন। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলার আসামি করা হয়েছে সেলিম প্রধানসহ আট জনকে। এরা হচ্ছে সেলিম প্রধানের ব্যক্তিগত সহকারী রোমান, সীমান্ত রনি, শান্ত ও আক্তারুজ্জামান। এছাড়াও এই মামলায় উত্তর কোরিয়ার তিন নাগরিককেও আসামি করা হয়। এদের একজনের নাম মি. তু বা মিস্টার তু, লি ও লিম। গত মঙ্গলবার (১ অক্টোবর) সেলিম প্রধানের বাসায় অভিযান শেষে দেওয়া ব্রিফিংয়ে তার ব্যবসায়িক পার্টনার হিসেবে উত্তর কোরিয়ার নাগরিক মি. তু’কে অভিযুক্ত করে র্যাব-১। এছাড়া গুলশান থানায় হওয়া মাদক মামলায় সেলিম প্রধান ছাড়াও তার ব্যক্তিগত সহকারী রোমান ও আক্তারুজ্জামানকে আসামি করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থেকে সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পর তাকে নিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) দিন ও রাতে তার গুলশান ও বনানীর অফিস-বাসায় অভিযান চালায় র্যাব। তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়। এছাড়া দুটি হরিণের চামড়াও জব্দ করা হয়েছে।
হরিণ হত্যার দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সূত্র-বাংলা ট্রিবিউন
Leave a Reply