নারায়ণগঞ্জের খবরঃ
ফতুল্লায় অর্ধশতাধীক সন্ত্রাসী এক কিলোমিটার এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে। সন্ত্রাসীরা আওয়ামীলীগ অফিসসহ রেস্টুরেন্ট, মুদিদোকান ও বাসা বাড়ি কুপিয়ে লুটপাটের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় ঘটনায় সাংসদ শামীম ওসমানও প্রতিক্রিয়া জানিয়েছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ফতুল্লার মাসদাইর তালা ফেক্টরী মোর থেকে মাসদাইর সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকায় এ তান্ডব চালানো হয়। এতে রূপগঞ্জ থানার এসআই মারুফ সহ অন্তত ১০/১২জনকে কুপিয়ে আহত করা হয়। আহতদের খানপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে থানা সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টায় নেছার ও সাব্বির তাদের বাহিনীর অন্তত অর্ধশতাধীক সন্ত্রাসী নিয়ে মাসদাইর তালা ফেক্টরী এলাকায় তান্ডব চালায়। এসময় ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের ছবিসহ চেয়ার টেবিল ভাংচুর করে। এরপর সড়কের পাশে দোকান, রেস্টুরেন্ট ও বাসা বাড়ি বাংচুর করে কুপিয়ে ছিন্নভিন্ন করে। সন্ত্রাসীরা মাসদাইর সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত এ তান্ডব চালিয়ে পালিয়ে যায়। এসময় সড়কে যাকে কাছে পেয়েছে তাকেই কুপিয়ে জখম করেছে। এরমধ্যে রূপগঞ্জ থানার এসআই মারুফ সাদা পোষাকে মোটরসাইকেলে ফতুল্লা থানা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে মাসদাইর সরকারী বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে ওই সন্ত্রাসীরা তার হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। এঘটনায় এক কিলোমিটার এলাকায় আতংক দেখা দিয়েছি।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে রোববার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি বলেও তিনি নিশ্চিত করেছেন।
Leave a Reply