September 27, 2023, 9:15 am

মুন্নার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার কুতুবপুরের মামুনুর রশিদ মুন্নার  বিরুদ্ধে জেলা প্রশাসক( ডিসি) ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান সহ বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বুধবার (২২ সেপ্টেম্বর)  দুপুরে শত শত নারী পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  ঝাড়ু নিয়ে   বিক্ষোভ করেন। পরে মামুনুর রশিদ মুন্নার নানা অপরাধের ফিরিস্তি উল্লেখ্য সহ  শাস্তি দাবী করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়ে  এলাকবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,  বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মাস্টার, ১৪ পঞ্চায়েত ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুজ্জাফর সিং, ভাঙ্গাপুল বাতুল আমান জামেমসজিদ এর সভাপতি এ কে এম রাজ্জাক হাওলাদার, কুতুবপুর নাগরিক কমিটির সভাপতি শেখ মো.ইব্রাহিম, কৃষকলীগ সভাপতি আঃ রশিদ মোল্লা, পূর্ব শাহীমহল্লা পঞ্চায়াত কমিটার কামাল হোসেন, ভুক্তভোগী হাসিনা বেগম, রোকসানা, রিনা বেগম,প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া ভুক্তভোগী এলাকাবাসীর সাথে আলাপকালে তারা জানায় মোঃ দুলাল হোসেনের ছেলে মামুনুর রশীদ মুন্না। দেলপাড়া কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন মুন্না। নিজেকে একটি অনলাইন পোর্টালের সম্পাদক পরিচয় দিয়ে স্থানীয় মহলে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিটি সেক্টর থেকে চাঁদাবাজী করার রয়েছে বিস্তর অভিযোগ। রাজনৈতিক নেতা,জন প্রতিনিধি,ব্যবসায়ী,মুদি দোকানদার, ক্লিনিক মালিক সহ সাধারন নিরীহ মানুষদের কে ব্ল্যাক মেইলিং করে অর্থ আদায়ের হাজারো অভিযোগ তার বিরুদ্ধে। সর্বশেষ গত সপ্তাহে জেসমীন নামক এক নারী কে মারধর ও শ্লিতাহানীর ঘটনা ঘটায়।এ বিষয়ে ঐ নারী বাদী হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও মুন্না ফতুল্লা থানা কম্পাউন্ডে তার বাবা কে বেদম প্রহার করে।যার ভিডিও সামাজিক যোগাযোগ  মাধ্যমে ছড়িয়ে পরে।
তথ্য মতে, মামুনুর রশীদ মুন্না টার্গেট করে এলাকার বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের। তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে চাঁদাদাবী করে। যদি কেউ দাবীকৃত চাঁদা দিতে অপারগতা শিকার করে তাহলেই সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে। ইতিপূর্বে বিভিন্ন স্থানে চাঁদাদাবী করে মারধরের শিকার হয়েছেন চাঁদাবাজ মুন্না। তার রোষানলে পড়ে অনেকেই অত্যাচার ও হয়রানীর শিকার হয়েছেন। তার অপসাংবাদিকতায় অতিষ্ঠ হয়ে গত কয়েকদিন পূর্বেও শত- শত নারী পুরুষ কুতুবপুরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন।এমনকি ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজডেতে ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে মুন্নার বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী সহ স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার তার দৃস্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য প্রদান করেন।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD