May 31, 2023, 9:05 pm
নারায়ণগঞ্জের খবরঃ সন্ত্রাসীদের ধারালো আঘাত আর এসিড নিক্ষেপে আহত ছাত্রলীগ নেতা মুন্না হাসপাতাল বেডে মৃত্যুর প্রহর গুনছে। অন্যদিকে মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরেফেরা এবং স্বাভাবিক কর্মকান্ড করছেন। ঘটনার পর আহত মুন্নার বিরুদ্ধে থানা এসে উল্টো অভিযোগ করতে গিয়ে পুলিশের জালে বন্দি হয় মামলা এক আসামী। কিন্তু বাকী আসামীরা থেকে গেছে ধরাছোয়ার বাইরে। এদিকে আহত মুন্নার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারে নেমে এসেছে হতাশার ছায়া। মুন্নার ব্যয়বহুল চিকিৎসা করাতেও হিমসিম খাচ্ছে পুরো পরিবার। অপরদিকে, মুন্নাকে হত্যা চেষ্টার মামলার বাদী আহত মুন্নার ছোট ভাই শাওনকেও নানা ভাবে হুমকী দিচ্ছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী দায়ের হয়েছে।
উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ফতুল্লা রেল লাইন বটতলা এলাকায় একদল সন্ত্রাসীরা আমার বড় ভাই সৈয়দ মুন্নাকে হত্যার উদ্দেশ্যে প্রথমে এসিড দিয়ে ঝলসে দিয়ে পরে কুপিয়ে হত্যার চেস্টা চালায়। স্থানীয়দের কাছে জানতে পেরে মুন্নার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুন্নাকে উদ্বার করে প্রথমে খানপুর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বার্ন ইউনিটে ভর্তি করে।
এ ঘটনায় গত ১ অক্টোবর মঙ্গলবার আহত মুন্নার ভাই শাওন ফতুল্লা মডেল থানায় উপস্থিত হয়ে রফিকুল ইসলাম টিপু,পিতা-মৃত-আজগর আলী, সাইফুল, সাগর,কাইয়ুম সর্ব পিতা-মৃত-বজলুল হক মুন্সী, রায়হান ওরফে রেহান, রাজিব উভয় পিতা-শাহ আলম অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা(মামলা নং-১) দায়ের করে। এ ঘটনায় মামলার ২ নং আসামী সাইফুলকে পুলিশ গ্রেফতার করেছে।
Leave a Reply