October 4, 2023, 12:03 am
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ওনি বলেন আমি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি?? মেয়র পরিবারতো দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ করেছে। এই প্রতিবাদ করতে গিয়ে ওনি আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি সনাতন ধর্মাবলম্বী। যখন হযরত মোহাম্মদ (সাঃ) এর কটুক্তি করা হল আমি প্রতিবাদ করেছি। তাহলে কিভাবে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছি। আজকে সে বাজেট ঘোষণা করেছে, ভিডিওতে দেখলাম জামাত বিএনপি দিয়ে পুরো অনুষ্ঠান ভরা। ২০১৬ সালে ওনার জন্য নির্বাচন করলাম। কুকুরের মত আচরণ করল। একটা টেলিফোন দিলেন না এককাপ চায়ের ও দাওয়াত দিলেন না। এখন তার বাজেট অনুষ্ঠানের চিঠিটা পর্যন্ত আমি পাইনাই।
সোমবার বিকেলে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারস্থ নাসিক’র ২২নং ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন দলের ভেতর আত্মসমালোচনা করতে হবে। কার কি ভুল তা ধরিয়ে দিতে হবে। সেই হিসেবে আমিও আমার দলের ভেতর আত্মসমালোচনা করি। আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি।
কর্মীসভায় স্থানীয় আওয়ামীলীগ নেতা কাজী সহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দনশীল, মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির মৃধা। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ যুবলীগ নেতা খান সোহেল, মোঃ জহির প্রমুখ।
Leave a Reply