June 9, 2023, 3:30 am

যুবদল নেতা মমিন উল্লাহ্ ডেবিডকে স্মরণ করলো মহানগর যুবদল

নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক প্রথম যুগ্ম আহবায়ক মমিনউল্লাহ ডেবিডের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জেয়ারত,মিলাদ ও দোয়া মাহফিল এবং ডেবিডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোষ্টার প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
২৪ শে নভেম্বর রবিবার বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদে, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু,সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশোর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শতাধিক নেতাকর্মী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরাস্তানে মমিনউল্লাহ ডেবিডের কবরে পুস্পার্ঘ অর্পণ ও জেয়ারত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সুরুজ্জামান, জয়নাল আবেদীন, সরকার আলম, মাসুদ রানা, মনিরুল ইসলাম সজল, সহ-সভাপতি সানোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদলের সহ সভাপতি আকতার হোসেন খোকন শাহ, ইসালউদ্দিন ইশা, রিটন দে, ইউনুস খান বিপ্লব,  নাজমুল কবির নাহিদ,  যুগ্ম সম্পাদক আলী নওশাদ তুষার, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ, শাহাদুল্লাহ মুকুল, এম এম সাগর, মহানগর যুবদল নেতা শহীদুল ইসলাম, সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সোহেল খান বাবু, জাহাঙ্গীর প্রধান, আরমান হোসেন, আল-আমিন খান, নবু হোসেন, জুলহাস হাসান, রানা মুন্সী, মোঃ শহীদ, মোঃ মুসা, শেখ অপু, কাজী নুরে আলম, আকতারুজ্জামান মৃধা, আক্তার হোসেন জাহিদ, নুরুল্লাহ খন্দকার, আল আমিন, মোঃসেলিম, মিঠু, বাদশাহ, আলমগীরউদ্দিন, মোঃতৈয়ম, বাহার, দুলাল, জাকির মাসুদ  প্রমুখ।।
পূস্পার্ঘ অপর্ণ ও কবর জেয়ারত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা,সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকা, যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিড, ফজল হক, নাজিম ভূইয়া সহ মৃত্যুবরণকারী সকল নেতাকর্মী ও কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের সামনে মমিনউল্লাহ ডেবিডের স্মৃতিচারণ করে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারন সম্পাদক মমতাজউদ্দিন মন্তু বলেন, মমিনউল্লাহ ডেবিড ছিলেন সময়ের সাহসী সন্তান। জাতীয়তাবাদী আদর্শের অগ্নিমশাল।নিজ দলের ২/১ জন ষড়যন্ত্রকারীর কারণে অসময়ে ডেবিডকে আমরা হারিয়েছি। কোন ষড়যন্ত্রই যেন আর কোন ভাইকে কেড়ে নিতে না পারে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ  হতে হবে।যুবদল সভাপতি খোরশেদ আরো বলেন,বর্তমানে মিড নাইট সরকারে ঘুনে ধরেছে। মদ, জুয়া, খুন, গুম, দূর্নীতিতে সরকার আষ্টেপৃষ্টে আটকে গেছে। গণ বিষ্ফোরনে সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। খোরশেদ বলেন, গনতন্ত্র রক্ষায় ৭৫ বছর বয়সে খালেদা জিয়ার কারাবাস তাকে সারা বিশে^ গনতন্ত্র রক্ষার আন্দোলনে পৃথিবীতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই বাংলাদেশকে জালিম মুক্ত করা হবে।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD