November 30, 2023, 8:35 am
নারায়ণগঞ্জের খবর: রাতের অন্ধকারে অসহায় মানুষের ঘরে খাবার পৌছে দিচ্ছেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ। প্রাণঘাতী করোনা ভাইরাসে যখন মানুষ কর্মহীন হয়ে পরেছে, মানুষ যখন অসহায় তখনই এই শ্রমিক নেতা দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালেন। শুক্রবার রাতে তিনি দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।
শ্রমিক নেতা পলাশ বলেন, আমরা রাজনীতি করি সাধারন মানুষের জন্য, আর জাতির এই দু:সময়ে যদি তাদের পাশে না দাঁড়াই তা হলে আমার রাজনীতির স্বার্থকতা কোথায়? এসময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, শ্রমিক নেতা শাহাদাৎ হোসেন সেন্টু, কুতুবপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply