বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় পরিবেশ অধিদফতর বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে। এ সময় অবৈধভাবে এসব ইটভাটা চালিয়ে পরিবেশের ক্ষতি সাধন করায় এগুলোকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের এনফোর্সমেন্ট শাখার নিবার্হী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
এসময় অভিযান টিমে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক মো. সাঈদ আনোয়ার ও পরিদর্শক মো. মাইনুল হকসহ ফায়ার সার্ভিস কর্মীরা। অভিযানকালে অবৈধ ৬টি ইটভাটা স্কেভিটর দিয়ে উচ্ছেদ করা হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে ইটভাটাগুলোর আগুন নেভানোর মাধ্যমে এগুলোর কার্যক্রম বন্ধ করা হয়েছে।
এ সময় দুয়ারা এলাকার মেসার্স মইন-অধরা ব্রিকসকে ২ লাখ, দুয়ারা পুটিনা এলাকায় হেলাল ব্রিকসকে ১ লাখ, দাউদপুর এলাকায় মেসার্স সালাম ব্রিকস-২ কে ২লাখ টাকা, মেসার্স সততা ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স আরকেএম ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স থ্রিএ ব্রিকসকে ৩ লাখসহ মোট ৬টি ইটভাটা থেকে সর্বমোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আইন শৃংখলার কাজে নিয়োজিত ছিল র্যাব-১, নারায়নগঞ্জ জেলা পুলিশ এবং জেলা আনসার ব্যাটালিয়ন বাহিনীর সদস্যরা।
Leave a Reply