March 29, 2024, 5:48 am

রূপগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ৩৮হাজার ৪’শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। বিকেলে র‌্যাব-১ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ সিপিসি- ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, বৃহস্পতিবার রাতে একটি ট্রাক কক্সবাজার হতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে গাজীপুরের উদ্দেশে রওয়ান হয়েছে বলে র‌্যাবের কাছে সংবাদ ছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর আভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে ০৯টার দিকে সড়কের চরপাড়া এলাকায় জনৈক তাইজুদ্দিন প্রধানের বাড়ির সামনে বিভিন্ন গাড়ীতে তল্লাশি চালায় । এসময় ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬১৬০) র‌্যাব এ উপস্থিতি টের দেখে দ্রুত গতিতে ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ট্রাকটির গতিরোধ করেন।

এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে গাজীপুরে জয়দেবপুর থানাধীন ধীরাশ্রম পূর্বপাড়া এলাকার মৃত শাহাজাহান মিয়ার ছেলে মোবারক হোসেন , গাজীপুর সদর থানাদীন মৈরান এলাকার আব্দুল বারেকের ছেলে আব্দুল সেলিম, জয়দেবপুর থানাধীন ধীরাশ্রম চৌধুরী পাড়া এলাকা নুর ইসলামের ছেলে আহসান উল্লাহকে ৩৮হাজার ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট( যার আনুমানিক দাম ০১কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা) সহ গ্রেপ্তার করেন। এসময় নগদ ৮হাজার ৬৩৫ টাকা, ০৫ টি মোবাইল সেট ও ০৯টি সিমকার্ড ও মাদকদ্রব্য পাচার কাজে ব্যাবহৃত ট্রাকটি জব্দ করেন র‌্যাব।

মেজর আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানাযায়, তারা ইতোপূর্বে একাধিকবার কক্সবাজার হতে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্যের চালান সংগ্রহপূর্বক গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।###

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD