June 1, 2023, 5:42 am
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পন্য বোঝাইকৃত ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় মাসুদ ভুইয়া ওরফে কুত্তা মাসুদ নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত বুধবার সকালে উপজেলার তারাবো দক্ষিনপাড়া সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলের সামনে থেকে ওই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ ভুইয়া ওরফে কুত্তা মাসুদ উপজেলার উত্তর তারাবো এলাকার তমিজউদ্দিনের ছেলে। এ ঘটনায় শবনম ভেজিটেবলস্ অয়েল মিলের সিনিয়র কোম্পানী কো-অডিনেটর হাসিবুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
হাসিবুল ইসলাম জানান, মাসুদ ভুইয়া ওরফে কুত্তা মাসুদসহ অজ্ঞাত ৪/৫জন তারাবো পৌরসভার বিভিন্ন ফ্যাক্টরী ও কোম্পানীর ট্রাক, কার্ভাড ভ্যান হতে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। এ ঘটনায় র্যাব-১১ কার্যালয়ে তিনি একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর নায়েব সুবেদার আব্দুল আজিজ এর নির্দেশে বিশেষ টিম গত বুধবার সকালে তারাবো পৌরসভার শবনম ভেজিটেবলস্ মিল কোম্পানীর একটি পন্য বোঝাইকৃত ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় মাসুদ ভুইয়া ওরফে কুত্তা মাসুদকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply