বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পিতা-পুত্রকে লোহার রড দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ঐ পরিবারের এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছে। প্রতিপক্ষের লোকজন পরিবারের কয়েকটি ফলদ গাছ কর্তন করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো আগাড়পাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গুতিয়াবো আগাড়পাড়া এলাকার শামীম মিয়ার সঙ্গে একই এলাকার ইউসুফ মিয়ার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ইউসুফ মিয়া ও তার লোকজন শামীম মিয়ার বাগানের কয়েকটি ফলদ গাছ কেটে ফেলে। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন শামীম মিয়াকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। তার চিৎকারে তার ছেলে মুসলিম মিয়া এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। খবর পেয়ে শামীম মিয়ার স্ত্রী এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এসময় ১২ আনা স্বর্ণের চেইন ও নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply