March 29, 2024, 7:04 am

রূপগঞ্জে লকডাউন ভেঙ্গে দুই গ্রামবাসীর সংঘর্ষ

নারায়ণগঞ্জের খবর: রূপগঞ্জে লকডাউন ভেঙ্গে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন টেটাবিদ্ধসহ উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নিমেরটেক-হরিণা গ্রামবাসীর মধ্যে ঘটে এ ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে নিমেরটেক এলাকার মুরাদ হোসেন ও তার কয়েকজন বন্ধু মিলে পাশ্ববর্তী হরিনা এলাকায় ঘুরতে যায়। এসময় লকডাউন ভেঙ্গে এক এলাকা আরেক এলাকায় যাওয়ায় হরিনা এলাকার ইস্রাফিল, মুন্না ও হাবিবুর তাদের মারধর করে তাড়িয়ে দেয়। সন্ধ্যার দিকে হরিনা এলাকার মাতব্বরেরা বিষয়টি দেখার কথা বলেও এব্যাপারে কোন সমাধান দেয়নি। এদিকে, রবিবার সকালে নিমেরটেক এলাকার আব্দুর রাজ্জাক তার জমি থেকে ধান কাটার জন্য কয়েকজন শ্রমিককে হরিনা এলাকার পাঠালে ঐ ঘটনার জেরে হরিণা এলাকাবাসী তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হরিনা গ্রামের লোকজন নিমের টেক গ্রামে হামলা করে।

একপর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষে হৃদয় দাস (২০) নামে এক কিশোর টেটাবিদ্ধসহ আলামীন, সবুজ, আফজাল, আলী আজগর, তুষার, ছাব্বিরসহ উভয়পক্ষের ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD