বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে আবু জাহিদ নামে এক শিক্ষককে আটকের রেখে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ওই শিক্ষক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দেন। এর আগে, গত ১ মার্চ রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যতনের শিকার আবু জাহিদ জানান, রূপসী বাগবাড়ি এলাকার সূজনের মেয়েকে গত ১ বছর ধরে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়িয়ে আসছেন। সূজনের স্ত্রী অজ্ঞাত ব্যাক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়ানোর ব্যাপারে শিক্ষক আবু জাহিদ সহযোগীতা করছে বলে মিথ্যা অপবাদ দেয়। এ বিষয় নিয়ে সূজন শিক্ষক জাহিদকে বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করেন। এর জের ধরে গত ১ মার্চ রাতে সূজন ও তার সহযোগী শাহাদাত শিক্ষক আবু জাহিদকে ডেকে নিয়ে রূপসী কলাবাগান একটি বাড়িতে আটকে রেখে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে সূজন তার মাথায় ছুড়ি দিয়ে আঘাত করে। এসময় প্রতিপক্ষের লোকজন আবু জাহিদের পকেট থেকে নগদ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে ওই ঘরে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে আব্দুল বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দেন। এ ব্যাপারে অভিযুক্ত সূজনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply