বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জের কাঞ্চন-রূপসী ও মসভিটা-নগর রাস্তার নির্মাণ কাজকে তড়ান্বিত করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে রূপগঞ্জের সড়ক নির্মান কাজ তড়ান্বিত করণ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ তাগিদ দেন।
এসময় কাঞ্চন-রূপসী, মসভিটা-নগর, চাঁন টেক্সটাইল-ছনপাড়া, স্বর্ণখালী-আতলাপুর, মায়ারবাড়ি-ডাঙ্গা রাস্তাসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের নির্মান কাজের অগ্রগতি না থাকায় সকল ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, অবকাঠামোগত যেকোন প্রকল্পের কাজ ওয়ার্ক সিডিউল অনুযায়ী শতভাগ কাজ পুর্ণ করতে হবে। উন্নয়ন মূলক কর্মকান্ডে যেকোন প্রকার অনিয়ম ও দায়িত্বের অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আফিফা খাঁন, উপজেলা প্রকৌশলী এনায়েত করিম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রকল্প প্রকৌশলী মোঃ মাসুম, আরএফএল গ্রæপের ঠিকাদারী প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার এবিএম সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক রাকিবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, আনছর আলী, জাকির হোসেন প্রমুখ।
Leave a Reply