June 9, 2023, 4:43 am
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে মামুন ও ইকবাল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চণপাড়া ও নোয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন (২২) চণপাড়া এলাকার করম আলীর ছেলে ও ইকবাল (৩৫) নোয়াপাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃতরা তাদের নিজ নিজ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চণপাড়া ও নোয়াপাড়া এলাকা থেকে ২’শ গ্রাম গাঁজা ও ২৫ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।###
Leave a Reply