September 26, 2023, 5:13 am
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূগপঞ্জ থেকে অপহৃত মিলি (১২) নামে এক কিশোরী টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ পুলিশ। সোমবার সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুন নগর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অপহৃত কিশোরী মিলি উপজেলার যাত্রামুড়া এলাকার রিপন সরদারের মেয়ে।
এ ঘটনায় তিন অপহরণকারী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুন নগর এলাকার ঘটু মিয়ার ছেলে মোহাম্মদ আলী তার স্ত্রী সামসুন্নাহার ও ছেলে আব্দুল আলীম।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, গত ১৪ আগষ্ট যাত্রামুড়া এলাকা থেকে অপহরণকারীরা কিশোরী মিলিকে অপহরন করে নিয়ে গেছে বলে মিলির নানী মমতাজ বেগম রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে সোমবার সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুন নগর এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মোহাম্মদ আলী, সামসুন্নাহার ও আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply