October 3, 2023, 11:08 pm
নারায়ণগঞ্জের খবর: এমপি শামীম ওসমান বলেছেন, লকডাউন শিথিল হওয়ায় আমার ভয় হচ্ছে। কোরবানির হাট বসেছে। মানুষের মুখে মাস্ক নেই। কেউ নিয়ম-কানুন মানছে না। আপনার অসুখ হলে আপনারা বাপ-চাচাকে কে দেখবে। নিজেকে রক্ষা করুন এবং আপনার আশপাশের লোকজনকে সচেতন করুন।
বুধবার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন শামীম ওসমান।
এসময় তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনি ভালো থাকলে আপনার বাচ্চারা ভালো থাকবে। একটু মাস্ক পরে, দূরত্ব মেনে, হাত ধুয়ে চলা গেলে আল্লাহ আমাদের বাঁচাবেন।
মহামারি করোনাভাইরাস প্রসঙ্গে বলতে গিয়ে এমপি শামীম ওসমান বলেন, ‘আল্লাহ দুনিয়ায় আজাব দিয়েছেন। এখান আমাদের কিছু করার নেই। একটাই পথ, আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা হয়তো ঠিকমতো মাফ চাইছি না, নিয়ম-কানুনও মানতে পারছি না।’
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার বিধিনিষেধ শিথিল করে দেয়ায় করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করে শামীম ওসমান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।
এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা শিউলী, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply