September 27, 2023, 8:59 am
আবদুর রহিমঃ ঢাকা-কিংবা নারায়ণগঞ্জের কোথাও গিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে পারছে না নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের আতঙ্কে দলীয় কর্মকান্ড করতে রাজপথে নেমে আসলেও অল্প সময়ের মধ্যে রাজপথ ত্যাগ করতে বাধ্য হোন বিএনপি। গ্রেফতার আতঙ্কে থাকেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশ দেখেই পিলে চমকে যায় নেতাদের। নেতাদের আতঙ্কি হতে দেখে কর্মীরাও রাজপথ ছাড়তে বাধ্য হোন। গতকাল শনিবারের কর্মসূচিতে তা আবারো ফুটে উঠেছে। কর্মীদের অভিযোগ, বিএনপি এখন শিবিরের পথ অনুসরণ করে রাজনীতি করছে। বিএনপি যেমন ঝটিকা কর্মসূচি পালন করে, বিএনপিও একই পন্থা অবলম্বন করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি মূলত আইনশৃঙ্খলা বাহিনীর আতঙ্কে শঙ্কিত থাকেন। যে কারণে রাজপথে নামলেও তার স্থায়ীত্ব বেশী সময় হয় না। আর এ জন্য প্রয়োজন দলীয় নেতাকর্মীদের ঐক্য।
সূত্রমতে, বিগত দিনসহ গত শনিবারের কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি রাজপথে থাকতে ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ কিংবা ঢাকার কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কখনোই নিজেদের মেলে ধরতে সক্ষম হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে তটস্ত বিএনপি অল্প সময়ের মধ্যেই রাজপথ ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। অনেক সময় নেতারা নিরাপদে চলে গেলেও কর্মীরা বিপাকে পড়েন। কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হলে জেল হাজতেও যাচ্ছেন। গতকাল বুয়েট ছাত্র আবরার হত্যাকান্ড নিয়ে ঢাকা নারায়ণগঞ্জে বিএনপি কর্মসূচি পালন করেছে। এর মধ্যে বিএনপি অঙ্গ সংগঠন স্বেচ্ছাবেকদল ও ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ঢাকার কর্মসূচিতে অংশ নিতে গিয়ে উভয় সংগঠনের বেশ কিছু নেতা পুলিশের হাতে আটক হোন। এদের কেউ কেউ মুচলেখা দিয়ে বেড়িয়ে আসতে সক্ষম হলেও অনেকে আইনের প্যাচে পড়ে থানা হাজতে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ বিএনপি ঢাকা কিংবা নারায়ণগঞ্জে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়ার পেছনে নিজেদের মধ্যকার অনৈক্য মূলত দায়ি। শীর্ষ নেতাদের বিরোধের কারণেই বিচ্ছিন্ন ভাবে দলীয় কর্মকান্ড করতে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর রোষানলে পরছেন। এ থেকে পরিত্রান পেতে জেলা বিএনপিকে এখনি একমঞ্চে এবং একই ব্যানারের নিচে আসতে হবে।
Leave a Reply