September 23, 2023, 5:58 pm
ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কেএম শামীম ওসমানের শশুর ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির বাবা বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইফুদ্দিন আহাম্মেদ গুরুত্বর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রজিউন)
শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউ’তে ইন্তেকাল করেন।
পরিবার সূত্রে জানা যায়, মৃতুকালে হাজী সাইফুদ্দিন আহাম্মেদের বয়স ছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ে প্রথম জানাজা সম্পন্ন করে, বন্দর লক্ষণখোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
Leave a Reply