মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ সমাবেশে এসেই স্লোগান দিলেন শামীম ওসমান। শামীম ওসমানের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিলো সমাবেশস্থল। শামীম ওসমানের স্লোগানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। শনিবার বিকেলে শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মিশন পাড়া এলাকায় এই সমাবেশের আয়োজন করে।
সভামঞ্চে উঠেই সাংসদ শামীম ওসমান বলেন, আমরা যখন সমাবেশ করি তখনই আল্লাহর রহমত নাজিল হয়। অনেকেই ভেবেছিলো বৃষ্টিতে সমাবেশ গেছে, সমাবেশ হবে না। আমি ৬ ফুট ২ ইঞ্চির মানুষ এখানেই দাড়িয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের শেষ দেখিনা, আপনারা কি দেখেন।
দুপুর পৌনে তিনটা থেকেই অনুসারী নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করতে শুরু করেছে৷ এদিকে জনসভাকে কেন্দ্র করে পুলিশের কঠোর নিরপত্তা ব্যবস্থা দেখা গেছে৷ সভাস্থল সারা শহরে বিপুৱ সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সমাবেশের মধ্যে দিয়ে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করতে চাচ্ছেন। সে হিসেবে তার সমর্থিত নেতা কর্মী সমর্থকদেরও সেভাবে প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছিলেন।
Leave a Reply