বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি নাহিদা বারিক বলেছেন, আমার কাছে ভালো লাগে বাল্য বিবাহ বন্ধে শিক্ষার্থীরা ম্যাসেঞ্জারে ফোন করেন। শনিবার ৪ জানুয়ারি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্কাউট বেসিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বাল্য বিবাহ বেন্ধ করতে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত বেশ কিছু বাল্য বিবাহ বন্ধ করেছি। তিনি বাল্য বিবাহ বন্ধ এবং ইভটিজিং বন্ধ করতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
৪৭৫তম স্কাউট ইউনিট লিডার ও ৬৭৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-২০২০ এর উদ্বোধনী করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি নাহিদা বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বলেন, এখানে বিভিন্ন সময় এর আগেও আমাদের এখানে স্কাউট পরিচালিত হয়েছে। আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি তাদের সহযোগিতা করার চেষ্টা করবো। সবাইকে অনুরোধ আপনাদের মনে যদি কোন প্রশ্ন থাকে আমাকে করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৭৫তম কোর্সের লিডার মো.মফিজুল হক মোল্লা,শংকর কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ
Leave a Reply