December 1, 2023, 12:20 am
নারায়ণগঞ্জের খবরঃ শাহ্ ফতেহ্উল্ল্যাহ কিন্ডার গার্টেনে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে বিদ্যালয়ের অধ্যক্ষ খলিলুর রহমান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেন, আমরা বাঙ্গালী। আমাদের ঐতিহ্য শীতের সকালে পিঠা পুলির আয়োজন। আজকাল যান্ত্রিক জীবনে আমরা আমাদের গৌরবউজ্জল অতীতের অনেক উৎসব হারিয়ে ফেলেছি।
তিনি বলেন, এখানে উপস্থিত শতাধিক শিক্ষার্থী আজ বেশকিছু পিঠার সাথে পরিচিত হলো। আয়োজন দেখে ভাল লাগছে, ভবিষ্যতে আরো বড় আয়োজন করার আহবান রাখছি। আমাদের ঐতিহ্য কৃষ্টির সাথে শিক্ষার্থীদের পরিচিত করার প্রয়াস নেওয়ায় প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই। পিঠা উৎসবে শিক্ষক শেখ মোঃ খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সহিদসহ বিদ্যালয় শিক্ষাক-অভিভাকবৃন্দ।
Leave a Reply