নারায়ণগঞ্জের খবর: ফতুল্লার আলোচিত শুট্যার সোহেল হত্যা মামলার প্রধান স্বাক্ষী জসিমকে হত্যার হুমকী দিয়েছে মামলার আসামীরা।
বৃহস্পতিবার দুপুরে আদালতে স্বাক্ষী দিয়ে বের হওয়ার সময় সন্ত্রাসীরা আদালতের বারান্দায় এই হুমকী প্রদান করে।এ ঘটনায় জসিম ফতুল্লা মডেল থানায় জিডি দায়ের করেছে। জিডি নং ১১০২।
জসিম জানায়, পূর্ব নির্ধারিত তারিখ থাকায় আমি আদালতে এসে স্বাক্ষী দিয়ে বের হলে আদালতের বারান্দায় মামলার আসামী কানা সুমন, রনি,আবুল,ডাকাত আবদুল,তেল চোর সেন্টু আমার গতিরোধ করে মামলায় স্বাক্ষী দিতে নিষেধ করেন। আগামীতে মামলার স্বাক্ষী দিতে আসলে আমাকে হত্যা করবে। এ বিষয়টি আদালতের পিপিকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৯ মার্চ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শুট্যার সোহেলকে হত্যা করে সাবেক এমপি কবরীর ক্যাডার বাহিনী।
Leave a Reply