May 30, 2023, 3:16 pm
নারায়ণগঞ্জের খবর: করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘরবন্দি ঠিক তখনি সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী ও তার বন্ধু মহল। মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে জীবানুনাশক স্প্রে মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় জীবানুনাশক ওষুধ স্প্রে করে পরিবেশকে জীবানু মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং হ্যান্ডসেনিটাইজার বিতরণ করে মানুষকে সহেযোগী অব্যাহত রেখেছেন।
ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী জানান, বর্তমান দু:সময়ে মানুষের জন্য যদি কিছু করতে পারি তাহলে এটা হবে আমাদের মানষিক প্রশান্তি। মানুষ মানুষের জন্য। তাই আমরা এ সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যতোদিন না পর্যন্ত দেশ করোনা মুক্ত হচ্ছে ততোদিন পর্যন্ত আমরা মাঠে থেকে কাজ করে যাবো।
Leave a Reply