বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান। এই গান গেয়েই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে হাজার হাজার মানুষের ঢল নামে ছাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে। হাতে ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক।
ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের মিনার। সব বয়স আর শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চাষাঢ়া এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে জনস্রোতও। শুধু নারায়ণগঞ্জই নয়, সারা দেশের মানুষ শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির আত্মদানের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস। বাঙালির অহংকারের দিন। জাগরণের দিন। তবে এই অর্জন এখন শুধু বাংলাদেশেরই নয়, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয় সারা বিশ্বে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
Leave a Reply