May 30, 2023, 3:21 pm
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ১শ’ প্রতিবন্ধিদের মাঝে কম্বল খাবার বিতরণ অনুষ্ঠান শনিবার (২১ ডিসেম্বর) দুপুুরে সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
চিত্র নায়ক সালমান জাফরী’র নিজস্ব অর্থায়নে ১শ’ প্রতিবন্ধিদের মাঝে কম্বল ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আদাবর থানা মহিলালীগের সিনিয়র সহ সভাপতি সাদিকা আফরিন, অস্বচ্ছল প্রতিবন্ধি কল্যাণ সংস্থার এ্যাডভাইজার মাসুদ আলম চৌধুরী, সদর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন ও কুতুবপুর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মোঃ হান্নানুর রফিক রঞ্জু প্রমূখ। এর আগে সকালে প্রতিবন্ধিদের সাথে প্রতিবন্ধিদের চাকুরী প্রদান বিষয়ক এক আলোচনা সভা পক্ষাঘাতগ্রস্থ পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট কর্মকর্তা নুপুর গোমেজ, মোঃ সামসুল আলম খান (আসাদ) পপি রানী ও উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন প্রমূখ।
Leave a Reply