June 9, 2023, 4:40 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা মডেল থানার ভেতরে সন্ত্রাসী চাঁদ শিকদার সেলিমকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে মীর হোসেন মীরুর সহযোগীদের কুতুবপুরের মুরাদের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় মুরাদের সহযোগী চাঁদ শিকদার সেলিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাতে তাকে থানায় ডাকা হলে সেখানে উপস্থিত মীর সোহেল আলী ও শাহীন ব্যবসায়ী সেলিমকে মারধর করেন বলে সেলিশের অভিযোগ। এ ঘটনায় চাঁদ শিকদার সেলিম বাদী হয়ে মীর সোহেল ও শাহিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply