নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার সস্তাপুর-কাঠেরপুলে ঢাকা টেক্সটাইলের কেমিক্যাল ও রং মিশ্রিত পানি মানুষের বসতবাড়িতে প্রবেশ করেছে। দুইদিনের বৃষ্টিতে জলবদ্ধতার দেখা দিয়েছে এলাকায়। এ সুযোগে স্থানীয় ঢাকা টেক্সটাইলের বিষাক্ত কেমিক্যাল ও রং মিশ্রিত পানি ছেড়ে দেয়। জলাবদ্ধতার পাশাপাশি এই বিষাক্ত পানি কারণে মানুষের দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। কারখান কর্তৃপক্ষের এমন ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানালেও কারখানা কর্তৃপক্ষ এ নিয়ে কোন কর্ণপাত করছে না। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ দাবী করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায় দুইদিনের বৃষ্টির ফলে সস্তাপুর,কাঠেরপুল ও কোতালেরবাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষের বসত ঘরে পানি প্রবেশের ফলে জনদূর্ভোগ দেখা দিয়েছে। এই দূর্ভোগে যোগ হয়েছে সস্তাপুর এলাকায় অবস্থিত ঢাকা টেক্সটাইলেইর বিষাক্ত ও রং মিশ্রিত রঙ্গিন পানি। চলাচলের পথ ও বসতবাড়িতে প্রবেশ করেছে এই পানি। স্থানীয়রা জানায়, জলাবদ্ধতার সাথে ঢাকা টেক্সটাইলের বিষাক্ত পানি আমাদের বসতবাড়িতে ঢুকে পরেছে। আমরা এর প্রতিবাদ জানালেও কারখানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ভুক্তভোগী মহল এ ব্যাপারে
Leave a Reply