September 26, 2023, 6:10 am
স্টাফ রিপোর্টার : ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেছেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দূর্নীতি নির্মূলে সাংবাদিকরা লেখনীর মাধম্যে যথেষ্ট ভূমিকা রাখেন। সুন্দর বাংলাদেশ গঠনে সকলের এগিয়ে আসা উচিত। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই পারবে এই দেশটাকে এগিয়ে নিতে। সাংবাদিকদের চোখ দিয়ে আমরা সমাজের নানা অন্যায়-দূর্নীতি দেখি। তাই সাংবাদিকরা সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। আমি সবসময় সাংবাদিকদের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
শনিবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ইউনাইটেড ক্লাবের মিলনায়তনে নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমে’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমে’র প্রকাশক ও সম্পাদক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রণজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ মোঃ চৌধুরী, নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম এ মান্নান ভূইয়া, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ফতুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন, ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মঈন উদ্দিন ও কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ ঈমান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম।
নারায়ণগঞ্জ নিউজ ২৪ ডট কমের নির্বাহী সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসীন আলম ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মোস্তাক আহমেদ সুমন, সাংবাদিক আনোয়ার হোসেন সজিব, মেহেদী মঞ্জুর বকুল, মশিউর রহমান, আমির হোসেন মোল্লা, রাসেল মোল্লা ও আসাদুজ্জামান রিপন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
Leave a Reply