June 7, 2023, 4:45 am
নারায়ণগঞ্জের খবরঃ ইটিপি প্লান ছাড়া ডাইং পরিচালনা ও সরকারী রাস্তা বন্ধ করা নিয়ে পৃথক দু’টি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজীর মিথ্যা অভিযোগ দিয়েও থানায় আসেনি ২টি মামলা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রফিকুল ইসলাম টিপু অরুফে বরিশাইল্যা টিপু। এদিকে টিপুর বিরুদ্ধে এসিড এবং হত্যা চেষ্টার অফিযোগে পৃথক দু’টি মামলায় ওয়ারেন্ট জারি করেছে বিজ্ঞ আদালত। আর এই ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কী করে এসপির কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ করলেন এ নিয়ে ফতুল্লাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
তথ্যমতে, গত ১৪ ডিসেম্বর অনলাইনে এবং ১৫ ডিসেম্বর সংবাদ পত্রে ‘ইটিপি প্লান ছাড়া চলছে পোষ্ট অফিস রোডের দীপ্তি ডাইং’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর আগে সরকারী রাস্তা দখল নিয়েও বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় স্থানীয় সংবাদ মাধ্যমে। সাংবাদিকরা যাতে টিপুর এসব অপকর্ম নিয়ে কোন সংবাদ প্রকাশ না করে তা বন্ধ করতেই ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুমসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি এসপি বরাবর চাঁদাবাজীর অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ করে। টিপুর অভিযোগে প্রেক্ষিতে সাংবাদিকদের বৃহস্পতিবার থানায় ঢাকা হয়। সাংবাদিকরা যথা সময় থানায় হাজির হলেও অনপুস্থিত ছিলেন অভিযোগকারী বরিশাইল্যা টিপু।
এদিকে, রফিকুল ইসলাম টিপু অরুফে বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মুন্নাকে কুপিয়ে এবং এসিড দিয়ে জ¦লসে হত্যা চেষ্টার মামলাসহ আরো এক যুবককে হত্যা চেষ্টার মামলায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। পুলিশের কাছে টিপু পলাতক হলেও প্রায় সময়ই তাকে প্রকাশ্যে দেখা যায় এমন অভিযোগ স্থানীয়দের। তবে প্রশ্ন উঠেছে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী টিপু কীভাবে পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন? এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছে ফতুল্লার সাংবাদিকসহ স্থানীয় ভুক্তভোগী মহল।
Leave a Reply