September 26, 2023, 7:01 am
নারায়ণগঞ্জের খবর: সিনিয়র সাংবাদিক আশরাফ রানা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৯ টায় রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান তিনি। সাত দিন আগে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, তিন দিন পর তিনি হঠাৎ ব্রেইনস্ট্রোক আক্রান্ত হয়ে তার এক সাইড হাত পা প্যারালাইস হয়ে যায়।তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার রাত ৯ টার সময় ইন্তেকাল করেন।
আশরাফ রানা দৈনিক ইয়াদের বার্তা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দৈনিক ডান্ডিবার্তা,দৈনিক সচেতনসহ একাধিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, পুত্র কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দেওভোগ নাগবাড়ি নিবাসী মরহুম হাবিবুর রহমানের পুত্র। আশরাফ রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়নগঞ্জের সাংবাদিকমহল। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করেন। এদিকে সাংবাদিক আশরাফ রানার মৃত্যুতে মিরর বাংলাদেশ পরিবার গভীর শোক প্রকাশ করেছ।
Leave a Reply