September 26, 2023, 4:50 am
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজকে দেখে নেয়ার হুমকী দিলেন সন্ত্রাসী হাজী রিপন। সোমবার দুপুর সোয়া একটায় তিনি ক্লাবের ৫ম তলা থেকে লিফটে নামার সময় তিনি এই হুমকী দেয়।
অসাধাচারন ও হুমকির অভিযোগে সোমবার (২৮ জুন) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাংবাদিক সবুজ সন্ত্রাসী হাজী রিপনের বিরুদ্ধে জিডিটি করেছেন। জিডি নং ১১৪২।
জিডিতে শরীফ উদ্দিন সবুজ উল্লেখ করেন ক্লাবের ৬ষ্ঠ তলা থেকে লিফটে এসে পঞ্চম তলায় থামে শহরের সন্ত্রাসী হিসেবে পরিচিত হাজী রিপন। আমি লিফটে উঠে তৃতীয় তলায় থামি। এখান থেকে আমার দুইজন বন্ধু লিফটে উঠে। তারা লিফটে উঠতে ৭ থেকে ১০ সেকেন্ড দেরী হয়।
এ নিয়ে হাজী রিপন ও তার সাথে থাকা নীল শার্ট পড়া এক ব্যক্তি উত্তেজিত হয়ে উঠে। হাজী রিপন আমাকে বলে আমি মিনিষ্টার হয়ে গেছি কিনা, দেখিয়ে দিবো এ ধরনের কথা বলতে বলতে নিচে নামে। নিচে লিফট থামলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ম্যানেজার শাহ আলমকে দেখতে পাই।
হাজী রিপন হৈ চৈ করতে থাকলে ম্যানেজার শাহ আলম প্রতিবাদ করলে রিপন তার সাথেও উত্তেজিত হয়ে উঠে। এসময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, প্রেস ক্লাবের পিয়ন রাকিবসহ আশপাশের লোকজন চলে আসে এবং তার উত্তেজিত আচরনের প্রতিবাদ জানায়। এসময় সবার ক্ষোভের মুখে সে পালিয়ে যায়।
Leave a Reply