রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী ক্যানেলপাড় এলাকায় ভুমিদস্যুদের দখলকৃত জায়গা উদ্ধার করার জন্য মহা-পুলিশ পরিদর্শক(আইজিপি)’র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শনিবার ভুক্তভোগী সৈয়দ মেহেদী হাসান আরিফ এ লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার নিমাইকাশারী ক্যানেলপাড় এলাকায় খদ্দঘোষপাড়া মৌজায় সিএস-৯৫ দাগ ও এস এ ৫০৮ দাগের পৈত্তিক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ভোগ করে আসছেন সৈয়দ মেহেদী হাসান আরিফ ও তার ওয়ারিসগণ।
সম্প্রতি একই এলাকার ভুমিদস্যু দুলাল মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম মোটা অংকের টাকার বিনিময়ে ভারাটে সন্ত্রাসী মুসলিম ডাকাত ওরফে লেংড়া মুসলিম, পুলিশের সোর্স ভুট্টু মিয়া, আক্কেল মিয়া, জমির মালিক সৈয়দ মেহেদী হাসান আরিফের মালিকাধীন জমি জোড় পূর্বক দখল করে ভবন নির্মাণের কাজ পরিচালনা করে আসছেন। নির্মাণ কাজ বন্ধ রাখতে বললে সন্ত্রাসীরা জমির মালিক ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানী ও হুমকি ধমকি প্রদান করছে।
সৈদয় মেহেদী হাসান আরিফ বলেন, আমাদের পৈত্তিক সুত্রে ৪২ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি। টাকার প্রয়োজন এই জমি থেকে দুই শতাংশ জমি নিমাইকাশারী এলাকার লিল মিয়ার ছেলে আফজাল হোসেনের কাছে বায়না করি।
তিনি বলেন, ইতিপূর্বে মনোয়ারা বেগম ও তার স্বামী দুলাল মিয়ার কাছে নয় শতাংশ জমি বিক্রি করার পর তাদের ক্রয় কৃত নয়শতাংশ জমির উপর ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। গত দুই মাস পূর্বে আমার বায়নাকৃত (হাজী আফজাল হোসেন)কাছে দুই শতাংশ জমি দখল করে ভবন নির্মাণ করার জন্য পিলারের নির্মাণ কাজ পরিচালনা করে আসছেন। আমরা বাধা দেওয়ার পরেও ভাড়াটে সন্ত্রাসীরা কোন ভাবেই আমাদের বাধা মানছেন না।
এ বিষয়ে জানতে চাইলে বায়নাকৃত জমির মালিক আফজাল হোসেন বলেন, আমি জমির প্রকৃত মালিক সৈদয় মেহেদী হাসান আরিফের কাছ থেকে বায়নাসুত্রে জমিটি ক্রয় করি। এলাকার ভুমিদস্যু দুলাল মিয়া ও তার স্ত্রী মনোয়ারা বেগম আমার ক্রয়কৃত জায়গা দখল করে অবৈধ ভাবে ভবন নির্মানের কাজ পরিচালনা করছেন। উক্ত ভুমিদস্যুরা একই এলাকার ইতালী প্রবাসী আব্দুল কাউয়ুম মিয়া ও শান্তি সোহরাব নামে এক ব্যক্তির জমি জোড় পূর্বক দখল করে রেখেছেন। তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে জোড় দাবি জানাচ্ছি যেন প্রকৃত জমির মালিকের কাছে জমি বুঝিয়ে দিয়ে ভুমিদস্যুদের বিতারিত করা হয়।
Leave a Reply