June 3, 2023, 4:56 pm
নারায়ণগঞ্জের খবরঃ সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শ নগর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ চাঁদাবাজ ইসমাইল মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-১১।বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল মিয়া (৩৪)। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়ির ভাড়াটিয়া। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
আলেপ উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল বুধবার রাত ৯টায় ইসমাইল মিয়াকে গ্রেফতার করে। এ সময় একটি পিস্তল, ম্যাগজিন, গুলি উদ্ধার করা হয়। ইসমাইল দীর্ঘদিন যাবৎ চিটাগাংরোড শিমরাইল এলাকায় চাঁদাবাজি করে আসছিলো। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে। সে কিশোরগঞ্জের কুলিয়াচর পীরপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply