September 26, 2023, 4:58 am
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কদমতলী থানাধীন মদিনাবাগে ‘স্বপ্নপূরন পাঠাশালা’র প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত শিশুর মুখে হাসি ফুটালেন যুবলীগ নেতা আঃ মালেক মুন্সী।
এবারের ঈদেও উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেছেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কদমতলী থানার সভাপতি মোঃ আব্দুল মালেক মুন্সী।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ঈদ উপহার হিসেবে এসব বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, স্বপ্নপূরণ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন সহ বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কদমতলী থানা সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবুল এবং এলাকার সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
উপহার বিতরণকালে স্বপ্নপূরণ পাঠশালার পরিচালক মোস্তাফিজুর রহমান মিলন বলেন, আমরা প্রতিবছরের ন্যায় এবারও আমাদের স্বপ্নপূরণ পাঠাশালার সভাপতি আব্দুল মালেক ভাইয়ের অর্থায়ন থেকে অসহায় শিশুদের মাঝে এসব উপহার তুলে দিচ্ছি, আমরা বিভিন্ন সময়েও সংকটাপন্ন ও অসহায় শিশুদের সাহায্যে পাশে ছিলাম। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, যুবলীগ নেতা আঃ মালেক মুন্সী স্বপ্ন পূরণ পাঠশালর প্রতিষ্ঠাতা সভাপতি।
Leave a Reply