September 27, 2023, 8:35 am
সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সীকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সাধারন সভায় ফুলের তোড়া দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এসময় সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। পরে সন্ধ্যায় উপজেলা অডিটরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, শম্ভুপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রউফ, কাঁচপুর ইউপির চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউপির চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাদিপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বিভিন্ন ইউপির মেম্বার ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
Leave a Reply