September 26, 2023, 5:57 am
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ললাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাজী মনির হোসেন নামে এক বৃদ্ধকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। এছাড়া একই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি হাজী আনোয়ারের নেতৃত্বে একদল ভ‚মিদস্যু লাল মিয়া নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছিলো বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সাধারন ডায়েরীতে হাজী মনির হোসেন উল্লেখ করেছেন, তিনি ললাটি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তার সঙ্গে একই এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে আতিকুর রহমান ও আব্দুর রশিদের ছেলে জয়নাল আবেদীন টুটুলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে আতিকুর রহমান ও জয়নালের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৮ এপ্রিল সোমবার রাতে লোহার রড, হকিস্টিক ও রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হাজী মনির হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তার আর্তচিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এছাড়া একই সন্ত্রাসীরা গত ৩১ মার্চ হাজী মনির হোসেনকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে বলে তিনি সাধারন ডায়েরীতে উল্লেখ করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির সাধারন ডায়েরীর সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply