September 23, 2023, 5:09 pm
নারায়ণগঞ্জের খবরঃ সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া মীরেরটেক এলাকায় এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে কোনও এক সময় তাকে হত্যার পর মাথা নিয়ে যায়। নিহত মোঃ বিল্লাল হোসেন( ৫০) কলতাপাড়া মীরেরটেক গ্রামের মৃত রেহাজউদ্দিনের ছেলে।তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।
নিহতের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, সোমবার রাত ৮ টার দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা হলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ করেননি। পরে সকালে বাড়ির পেছনের জঙ্গলে তার ছেলে ফয়সাল হোসেন তার বাবার দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে হত্যাকান্ডের বিষয়টি জানাজানি হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করা হয়নি। তিনি আরও বলেন, হত্যাকান্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে।
Leave a Reply